মঙ্গলবার | ১১ নভেম্বর | ২০২৫

ডেঙ্গুজ্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র রঞ্জিত দাস।

রোববার দিবাগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রামের বাড়ি কুমিল্লায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রঞ্জিতের জন্ডিস হয়েছিল। সঙ্গে ডেঙ্গুজ্বরও ছিল। আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সঙ্গে তার কিডনিতেও সমস্যা ছিল।

রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img