বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

টাঙ্গাইলে ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলনের দায়ে পাহারাদারের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে কৃষি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ ডিসেম্বর) বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্না এ আদেশ দেন। নিরাপত্তা প্রহরীর নাম সুলতান আহমেদ (৫৪)।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উঠানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়ুতে টাঙিয়ে রাখা হয়। জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img