বুধবার, মার্চ ১২, ২০২৫

সিরিয়ায় পূণরায় দূতাবাস খুলতে দামেস্ক পৌঁছালো কাতারের প্রতিনিধি দল

সিরিয়ায় পূণরায় দূতাবাস চালুর প্রক্রিয়া সম্পন্ন করতে দেশটির রাজধানী দামেস্কে পৌঁছেছে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

রবিবার (১৫ ডিসেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আনসারি জানিয়েছেন, প্রতিনিধি দলটির সাথে ইতিমধ্যে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের একটি বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে সিরিয়ার জনগণের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের জন্য কাতারের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিনিধি দলটি।

এই বৈঠকে, সিরিয়াতে আরো বেশি মানবিক সহায়তা পাঠানোর বিভিন্ন পন্থা সম্পর্কেও আলোচনা করেছেন প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়াতে সংঘটিত শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর পরই সিরিয়া থেকে দূতাবাস গুটিয়ে নেয় উপসাগরীয় দেশগুলো। গত ৮ ডিসেম্বর সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল-শামের (এইচটিএস) যোদ্ধাদের আক্রমণের মুখে ক্ষমতা ছেড়ে রাশিয়া পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট বাসার আল আসাদ। এর কয়েকদিন পর দামেস্কে পুনরায় দূতাবাস চালু করার ঘোষণা দেয় কাতার।

সূত্র: মিডল ইস্ট আই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img