তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান বা সাবেক আমীরুল মুমিনীন মোল্লা মুহাম্মাদ ওমর রহ. এর শিক্ষক ও চাচা মাওলানা জুম’আ ইন্তেকাল করেছন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
সোমবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
মাওলানা মুজাহিদ বলেন, মরহুম আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মাদ ওমর মুজাহিদ (রহ.)–এর শিক্ষক ও চাচা মাওলানা মুহাম্মদ জুম’আ সাহেব ইন্তেকাল করেছেন।
তিনি জানান, মাওলানা মুহাম্মাদ জুম’আ সাহেবের জানাজা সোমবার সকাল ১০টায় জাবুল প্রদেশের সিউরি জেলার আওতাধীন মোল্লা মুহাম্মাদ ওমর মুজাহিদ (রহ.)–এর মাজারের পাশে আদায় করা হবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কান্দাহারের জামেয়া উমরে একই পরিবারের উভয় ইন্তেকালকারী ব্যক্তির জন্য দুয়ার আয়োজন করা হবে।
উল্লেখ্য, এর আগে ১৪ ডিসেম্বর মোল্লা ওমর রহ. এর মা ইন্তেকাল করেন।
সূত্র: আরটিএ










