বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

আম্মানে ভারত-জর্ডান বিজনেস ফোরাম শুরু

ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর উপস্থিতিতে আম্মানে ভারত-জর্ডান বিজনেস ফোরাম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আম্মান নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী আম্মানে ভারত-জর্ডান ব্যবসায়িক ফোরাম শুরু হয়েছে। মহামান্য বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, সহযোগিতার সম্ভাবনা সম্প্রসারণ এবং নতুন বাজার উন্মুক্ত করার লক্ষ্যে এই ফোরামটি অনুষ্ঠিত হচ্ছে। জর্ডান চেম্বার অফ কমার্স এটি আয়োজন করছে। এতে ২০ এর অধিক নেতৃস্থানীয় ভারতীয় কোম্পানি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত জাতীয় কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

ফোরামে উদ্বোধনী ভাষণের বক্তৃতায় বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ভারতের সাথে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্য বিনিময় বৃদ্ধিতে জর্ডান প্রস্তুত বলে উল্লেখ করেন। অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রশংসা করেন। আশা প্রকাশ করেন যে, এই ফোরাম দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন দিগন্ত এবং অভিন্ন অগ্রাধিকারের দিকে এগিয়ে নিতে অবদান রাখবে।

খাদ্য, সার, ওষুধ, বস্ত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, খনি, পর্যটন, উন্নত শিল্প এবং লজিস্টিক পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জর্ডানের সুবিধাগুলোর কথাও তিনি তুলে ধরেন।

জর্ডানের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং উন্নত সরবরাহ ক্ষমতাকে কাজে লাগিয়ে সমন্বিত সরবরাহ ও উৎপাদন কেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোরের সাথে জর্ডানের পরিবহন নেটওয়ার্কের একীকরণ, এসব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ও অপার সম্ভাবনা খুলে দিবে।

অপরদিকে গুজরাটের কসাই খ্যাত ভারতীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারতের সাথে জর্ডানের অর্থনৈতিক সহযোগিতা বিকাশে আগ্রহ প্রকাশ করেন। ডিজিটাল অবকাঠামো, যোগাযোগ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এবং কৃষির মতো ক্ষেত্রগুলোর উপর বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাদশাহর নেতৃত্বে জর্ডান অনেক দেশকে সংযুক্ত করার সেতুবন্ধনে পরিণত হয়েছে। বাণিজ্য সহযোগিতার সুযোগ বাড়িয়ে তুলতে এর প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান।

তিনি আরও বলেন, অতীতে ভারত ও ইউরোপের বাণিজ্য ‘পেত্রার’ মধ্য দিয়ে যেতো, ভবিষ্যতে বাণিজ্য বৃদ্ধির জন্য যা এই রুট পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরে।

ফোরামে জর্ডান চেম্বার অফ কমার্স এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়। যার লক্ষ্য বাণিজ্য সহজতর করা, বিনিয়োগকে উৎসাহিত করা, খাতগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের জন্য সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

ফোরামের উদ্বোধনী দিনে এসময় দু’দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আমেরিকার ট্রাম্প প্রশাসনের বহুমুখী চাপের মুখে ভারত নিজেদের অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক জোরদারকে গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ও প্রাচীন বাণিজ্য রুটের অধিকারী জর্ডানের দ্বারস্থ হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img