দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরাইলি কর্মকর্তা ‘কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন’ করেছেন। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) জানায়, ইসরাইলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিআইআরসিও’র অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘আক্রমণাত্মক আচরণ’ করেছেন সেইডম্যান। একই সঙ্গে তিনি ইসরাইলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন।
এক বিবৃতিতে বিভাগটি জানায়, ‘এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ-সুবিধার গুরুতর অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন। এগুলো ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অপরিহার্য আস্থা ও প্রটোকলকে ক্ষুণ্ন করেছে।’
এই ঘোষণার পর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। তাকেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ছাড়তে বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বাইনোভেল্ট। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি কার্যালয় থেকে কাজ করছেন।











