আফগানিস্তানের আমীরুল মুমিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, ইমারাতে ইসলামিয়ার আইন ও ফরমান ইসলামি শিক্ষার ভিত্তিতে নির্ধারিত, এটি কয়েকজন ব্যক্তির মতামত বা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল নয়।
মাওলানা আখুন্দজাদা বলেন, “ইমারাতে ইসলামিয়ার আইন ও ফরমান কোনো ব্যক্তিবিশেষের মতামত নয়; বরং তা আল্লাহ তাআলার দীন এবং সেই সব ইসলামি বিধান, যা মানুষকে আল্লাহ তাআলার দীনের দিকে আহ্বান করে। ইমারাতে ইসলামিয়ার ফরমান দুই ভাগে জারি হয়। এক ভাগ হলো আল্লাহ তাআলার তাজিম ও ইবাদতসংক্রান্ত নির্দেশনা, যেমন নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতের বিধান। আরেক ভাগ হলো আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি রহম ও দয়ার নির্দেশনা, যাতে মানুষকে সাহায্য ও সহযোগিতা, মুহাজির, অসহায় ব্যক্তি, যুদ্ধাহত, অভিভাবকহীন পরিবার, এতিম, বিধবা ও মাদকাসক্তদের বিষয়ে নির্দেশনা থাকে। এ ভিত্তিতেই ইমারাতে ইসলামিয়া জনগণের সহযোগিতা ও সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেছে।”
কান্দাহারে তিন দিনব্যাপী একটি সংস্কার সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে আফগান হিলাল আহমারের মহাপরিচালক, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী, জিহাদি মাদরাসাসমূহের মহাপরিচালক, সুপ্রিম কোর্টের সামরিক উপপ্রধান, সুপ্রিম কোর্টের দক্ষিণ-পশ্চিম জোনের বিচারিক উপপ্রধান, কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান, ধর্মীয় প্রকাশনা তদারকি ও মূল্যায়ন দপ্তরের প্রধান, শহীদ ও যুদ্ধাহত মন্ত্রণালয়ের উপমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী দপ্তরের উপমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সূত্র : আরটিএ










