শনিবার, মে ১৭, ২০২৫

বিশ্বজুড়ে করোনা শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

spot_imgspot_img

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ২৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৫জন। আর মৃত্যু হয়েছিল ৮৫২ জনের। গত দুই দিন সংক্রমণ প্রায় একই থাকলেও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন জাপানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রামক ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫১ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন মারা গেছেন জার্মানিতে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

সর্বশেষ

spot_img
spot_img
spot_img