শনিবার, মে ১৭, ২০২৫

দুপুরে রাজধানীতে বিএনপির পদযাত্রা

spot_imgspot_img

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করাসহ ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপির।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় পর রাজধানী বিভিন্ন পয়েন্ট এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হবে। এটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, একই সময়ের মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হবে উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে। এটি শেষ হবে উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে। এতে অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img