আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে মস্কোতে শুরু হতে যাচ্ছে আন্তঃফিলিস্তিনি বৈঠক। এতে গাজ্জা-যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনভিত্তিক সব সংগঠনকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক রুশ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থানরত ফিলিস্তিনিভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি।
বোগদানভ রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত।
তিনি বলেন, এসব সংগঠনের মধ্যে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) রয়েছে।











