দিনে-দুপুরে চন্দ্র দর্শন করলো ভারতের সরকারি মহাকাশ প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড।
রবিবার (১৬ মার্চ) এনডিটিভির খবরে সংস্থাটির প্রতারণার শিকার হওয়ার বিষয়টি উঠে আসে।
খবরে বলা হয়, যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে ভারতের সরকারি মহাকাশ প্রতিরক্ষা সংস্থার কোম্পানি হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড (এইচএএল)। গচ্চা গিয়েছে ৬৩ হাজার মার্কিন ডলার বা ৫৫ লক্ষ রুপি।
কোম্পানির কানপুরের অতিরিক্ত মহাব্যবস্থাপক আশোক কুমার সিং জানান, গত ১৩ মার্চ এবিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অনলাইন প্রতারণার শিকার হওয়ায় আইটি আইনে মামলাটি গ্রহণ করে পুলিশ।
অভিযোগে বলা হয়, যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনতে ২০২৪ এর মে মাসে মার্কিন কোম্পানি PS Engineering Incorporated এর সাথে যোগাযোগ করে হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড (এইচএএল)। প্রাথমিক সাড়া পাওয়ার পর মেইলে দু’পক্ষের মাঝে কথোপকথন হয়। তাদের দেওয়া নির্দেশনা মোতাবেক অর্থও প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় প্রকৃত কর্তৃপক্ষের কাছে টাকা পৌঁছেনি। পথিমধ্যে কোথাও ভুয়া ই-মেইল প্রবেশ করে তাদের কথোপকথনে।
ডিসিপি (ক্রাইম) অঞ্জলি বিশ্বকর্মা বলেন, কথোপকথনের সময়কার আইডিটি বৈধ ই-মেইল আইডি ছিলো। কিন্তু প্রতারকেরা আইডিটিকে একটি ই-মেইল আইডি দিয়ে প্রতিস্থাপন করতে সক্ষম হয়। প্রকৃত ও প্রতারকদের আইডির মাঝে শুধু ‘e’ অক্ষরের তফাৎ ছিলো। এই ভুল উপেক্ষা করার কারণে (এইচএএল) এর অর্থ ভুল একাউন্টে চলে যায়। গচ্চা যায় ৬৩ হাজার মার্কিন ডলার বা ৫৫ লক্ষ রুপি।
কোনো আমেরিকান প্রতিষ্ঠান কি এই প্রতারণার অবতারণা করেছে নাকি ভারতীয় প্রতিষ্ঠান তা পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় বলেও জানান তিনি।