বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। রমজান তাক্বওয়া তথা আল্লাহর ভয়ে সকল অপকর্ম থেকে বিরত থাকার শিক্ষা অর্জনের মাস। কুরআনের সাথে রমজানের সিয়াম সাধনার অঙ্গাঅঙ্গি সম্পর্ক রয়েছে। কুরআন আমাদেরকে শুধু অপরাধ থেকেই দূরে থাকতে বলে না বরং অপরাধের উপকরণ থেকেও দূরে থাকতে বলে। কুরআনের নির্দেশনার মাধ্যমেই সমাজ থেকে অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব।
সোমবার (১৭ মার্চ) ফেনীর সিজলার হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, কোনও অন্যায় কাজ দেখলে তার প্রতিবাদ করা, প্রতিরোধের চেষ্টা করাই ইসলামের শিক্ষা। তা না পারলে অন্তত মনে মনে ঘৃণা করা ও অন্যায় বন্ধ করার ফিকির চালু রাখতে হবে। চৌদ্দশত বছর আগে যে কুরআনের আইন দ্বারা হত্যা সন্ত্রাস ধর্ষণ ও বর্বরতা বিদায় নিয়েছিল সে আইনের দ্বারাই এখনো রাষ্ট্র থেকে ধর্ষণ হত্যা সন্ত্রাসসহ সব অপরাধ বিদায় নিতে বাধ্য হবে।
মাওলানা মুজিবুর রহমান হামিদী আরও বলেন, যমিন যার হুকুম চলবে তাঁর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মেহনত করা প্রত্যেক মানুষের উপর গুরুত্বপূর্ণ ফরজ কাজ। খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠা ছাড়া বৈষম্যহীন ও অপরাধমুক্ত দেশ গড়া সম্ভব নয়। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সময়ের দাবি। অতীতের সকল স্বৈরশাসনে জনগণ অতিষ্ঠ। বাংলাদেশের আপামর তাওহিদী জনতা এখন দেশে ইসলামী শাসন দেখতে চায় । ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে আর অন্য কারো রাজনীতি চলবে না।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলা শাখা আমীর মাওলানা গাজী ইউসুফ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ারুল্লাহ ভূইয়া, মুফতী আলাউদ্দিন নুরী, মাওলানা হাকিম আব্দুল মোমেন, মাওলানা আলী আহমাদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আবুল কাশেম, মুফতী মনসুরুল হক, মাওলানা হাফেজ ইলিয়াছ, মাওলানা ইউনুস প্রমুখ।