শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ড্রোন হামলা চালিয়ে একই পরিবারের ৭ জনকে হত্যা করলো ইসরাইল

গাজ্জার জাবালিয়া শহরে ড্রোন হামলা চালিয়ে একই পরিবারের সাতজনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

সে রাতে জাবালিয়া ছাড়াও গাজ্জার আরও অনেকগুলো শহরে হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে রয়েছে খান ইউনিস, বাইত লাহিয়া এবং শুজাইয়া এলাকাও রয়েছে।

গাজ্জার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, রাতভর ইসরাইলের হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জনকে হত্যা করেছে ইসরাইল। তাদের বেশিরভাই নারী ও শিশু। এতে ২৩ জন আহত হয়েছেন।

তিনি জানান, গাজ্জার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজ্জার শুজাইয়া পাড়ায় বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img