টানা কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। আর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসের মানে।
আজ শনিবার (১৭ মে) সকাল ৯টায় বাতাসের মান নির্ণয়কারী ওয়েবসাইট আইকিউ এয়ারে ঢাকার বাতাসের স্কোর ছিল ৯৬, মানের দিক থেকে যা ‘মাঝারি’। দুপুর ১২টায় অবশ্য তা বেড়ে ১১৯-এ উন্নীত হয়েছে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচটি শহর যথাক্রমে— পাকিস্তানের লাহোর (১৯০), ভারতের দিল্লি (১৬৬), চীনের চেংদু (১৫১), ডিআর কঙ্গোর কিনশাসা (১৪৭) এবং মিসরের রাজধানী কায়রো (১৩৪)।
আইকিউএয়ার হিসাব অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।