ইরান ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান সংঘাতে ইসরাইলের পক্ষ নিয়েছে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি–৭। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি।
কানাডায় চলমান জি-৭ সম্মেলনে জোটটির নেতারা কার্যত ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে জোটের নেতারা বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা ইসরাইলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস।
তারা আরও বলেন, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি যে ইরান কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। পাশাপাশি ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন নেতারা।










