সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

ইমাম বুখারী ও আমীর তৈমুরের মাজার জেয়ারত করলেন ইমরান খান

হাদীসের প্রধান গ্রন্থ বুখারী শরীফের সংকলক আমিরুল মুমিনীন ফিল হাদীস মুহাম্মদ বিন ইসমাইল রহ.-এর মাজার জেয়ারত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল (১৬ জুলাই) উজবেকিস্তান সফরকালে সমরকান্দে অবস্থিত ইমাম বুখারীর মাজারে যান ইমরান খান। এসময় তিনি মাজার জিয়ারত করেন।

পাক প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে ইমাম বুখারীর মাজার পরিদর্শনের ব্যবস্থা করে উজবেক সরকার। জেয়ারতের সময় উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপভ উপস্থিত ছিলেন।

এসময় ইমরান খানের সফর সঙ্গীদের মধ্যে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ, সামুদ্রিক বিষয়ক মন্ত্রী আলী হায়দার জায়েদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মাঈদ ইউসুফ এবং খাইবার পাখতুনখোয়ার তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আতিফ খান প্রমুখ।

ইমাম বুখারীর মাজার জেয়ারত শেষে ইমরান খান বিখ্যাত মুসলিম শাসক আমির তৈমুরের মাজারও জেয়ারত করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img