বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

যে ৪ দেশ সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

১৭ থেকে ২০ জুলাই এর মধ্যে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও টার্কিশ রিপাবলিক অব নর্দান সাইপ্রাস সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলে জানিয়েছে দেশটির যোগাযোগ অধিদপ্তর।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের একটি বিবৃতি অনুযায়ী, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে অনুষ্ঠিত বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা হবে। এছাড়াও বৈঠকে অর্থনীতি ও বিনিয়োগ নিয়েও আলোচনা হবে।

এরপর ২০ জুলাই টার্কিশ রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন এরদোগান।

এছাড়াও প্রেসিডেন্ট এরসিন তাতারের সঙ্গেও একটি বৈঠকে বসবেন এরদোগান। আশা করা হচ্ছে সাইপ্রাস ইস্যুতে সাম্প্রতিক সমস্যা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে উভয়ের মধ্যে।

এদিকে, ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি পার্ক উদ্বোধন করেছে দেশটির দাতব্য সংস্থা।

উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন জেরুসালেমের আঙ্কারার কনস্যুলেট জেনারেল আহমেদ রিজা ডেমিরার।

তিনি বলেন, “১৫ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তুর্কি জনগণ তাদের নিজেদের জীবন দিয়ে হলেও অভ্যুত্থানকে ব্যর্থ করেছে। এ রাতে তুরস্কের জনগণের পাশে দাঁড়িয়েছিল ফিলিস্তিনিরা।”

এ সময় ফিলিস্তিনের আল-বিরহ শহরের মেয়র ইসলাম তাইউল বলেন, “গণতন্ত্র অর্জনের জন্য তুরস্কের জনগণ যেভাবে সংগ্রামে নেমে পড়েছিল তার জন্য আমরা গর্বিত।”

উল্লেখ্য; ২০১৬ সালের জুলাইয়ে ব্যর্থ অভিযানে নিহতদের স্মরণে এ পার্কের নাম করা হয়েছে ‘১৫ জুলাই শহীদ স্মৃতি পার্ক।’ উদ্বোধনের সময় শহীদদের স্মরণে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ