শনিবার | ১২ জুলাই | ২০২৫

হিজাব পড়ে নারীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানাল তালেবান

spot_imgspot_img

দীর্ঘ ২০ বছর পর মার্কিন বাহিনীকে পরাজিত করে পুরো আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গত রোববার (১৫ আগস্ট) মধ্যরাতে রাজধানী কাবুল বিজয়ের মধ্য দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এদিকে কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। জনগণের জান-মালের নিরাপত্তার বিষয়টি তারা বারবার নিশ্চিত করেছে।

তালেবান নেতৃত্বের পক্ষ থেকে মার্কিন মদদপুষ্ট সাবেক সরকারের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে প্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এমনকি হিজাব রক্ষা করে নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে তালেবানের পক্ষ থেকে।

সোমবার (১৬ আগস্ট) কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি বলেছেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করতেন বলে কাউকে হেনস্তা করা যাবে না। কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img