বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

পালিয়ে যাওয়ার সময় ৫৮৫ আফগান সেনা সহ ৪৬টি বিমান জোর করে নামাল উজবেকিস্তান

spot_imgspot_img

আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ৪৬টি বিমান জোর করে নামিয়েছে উজবেকিস্তানের সেনারা। বেআইনিভাবে উজবেকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় দেশটির সেনাবাহিনী ওই বিমানগুলো জোর করে নামিয়ে নেয়। ওই ৪৬টি বিমানে মার্কিন মদদপুষ্ট সাবেক আশরাফ গনি সরকারের ৫৮৫ জন আফগান সেনাকর্তা এবং কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, রোববার থেকে মোট ২২টি আফগান যুদ্ধবিমান এবং ২৪টি সেনা হেলিকপ্টার বেআইনিভাবে উজবেকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।

রোববার রাতে ‘ভেঙে পড়া’ বিমানটিও বেআইনি ভাবে আকাশসীমা লঙ্ঘন করায় নামানো হয় বলে জানিয়েছে তারা। ওই দুই বিমানের পাইলট হাসপাতালে ভর্তি। বাকিদের কী অবস্থা, তা খোলসা করেনি উজবেক সরকার।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আফগান বিমানের ‘ভেঙে পড়া’ নিয়ে ধন্দ তৈরি হয়েছিল আগেই। একটি নয়, দু’টি নয়, এবার দু’দিনে কাবুল থেকে আসা ৪৬টি বিমান জোর করে নামানোর কথা স্বীকার করেছে উজবেকিস্তান। তাদের দাবি, বেআইনিভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল বিমানগুলি। তাই সেগুলি নামাতে বাধ্য হয়েছে তারা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img