শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

লেবাননে বিমান হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে ইসরাইল

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে ইহুদিবাদের সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (১৭ আগষ্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, নাবাতিহ এলাকায় ইসরাইলের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে ‘একজন মহিলা এবং তার দুই শিশু রয়েছে এবং সেখানে হামলায় আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, দেশটির বিমান বাহিনী রাতে নাবাতিহ এলাকায় লেবাননের হিজবুল্লাহ সংগঠনের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এলাকাটি ইসরায়েল সীমান্তের মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

গত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে গাজ্জা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিয়া সস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনী তাদের সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ