মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

২০ বছরের জিহাদ ইতিহাসে চিরস্মরণীয় থাকবে : আফগান সংস্কৃতিমন্ত্রী মাওলানা আজিজী

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি ও শিল্পবিষয়ক ডেপুটি মন্ত্রী মাওলানা আতীকুল্লাহ আজিজী বলেছেন, আফগানদের ২০ বছরের জিহাদ ইতিহাসের পাতায় সম্মান, বীরত্ব ও ঈমানি দৃঢ়তার প্রতীক হিসেবে সংরক্ষিত থাকবে।

শুক্রবার (১৫ আগস্ট) বীজয় দিবস উপলক্ষে লোয়া জিরগা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজিজী বলেন, আফগানদের দীর্ঘ ২০ বছরের জিহাদ ভবিষ্যৎ প্রজন্মকে দৃঢ়তা, স্বাধীনতা, আত্মত্যাগ এবং আল্লাহর সাহায্যের অনুপ্রেরণা দেবে।

তিনি ১৫ আগস্টকে ঐতিহাসিক ও গৌরবময় দিন আখ্যায়িত করে বলেন, এ দিনে আল্লাহ তাআলা আফগানিস্তানের বিজয়ী ও মুজাহিদ জাতিকে দীর্ঘ সংগ্রামের পর দখলদার ও ঔদ্ধত্যশীল শক্তির বিরুদ্ধে বিজয় ও মর্যাদা দান করেছেন।

তিনি আরও বলেন, “সেদিন মুজাহিদরা বিজয়ী পদক্ষেপে কাবুলে প্রবেশ করে এবং দখলদারিত্বের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে।” তিনি দেশের সর্বত্র ইসলামী শাসনব্যবস্থা ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে সমর্থন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img