রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিভিন্ন মিশন সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফোন করে জানানো হয়েছে চুপ্পুর ছবি সরানোর নির্দেশ। তাদেরকে বলা হয়েছে এই বার্তা অন্য মিশনগুলোতেও পৌঁছে দিতে এবং বাস্তবায়ন তদারকি করতে।
দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশনের প্রধানরা জানিয়েছেন, তারা এখনো নির্দেশনা পাননি। তবে বিদেশের দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন এবং কার্যকর করতে শুরু করেছেন।
একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা থেকে আমাদের টেলিফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে হবে। লিখিতভাবে কিছু আসেনি, তবে আমরা অন্য মিশনগুলোতেও তা জানাচ্ছি।”
আরেক কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে যিনি দায়িত্বে আছেন, তিনি সরাসরি জানাননি। তার পক্ষে কাছাকাছি আরেকটি মিশনের রাষ্ট্রদূত আমাদের নির্দেশ দিয়েছেন।”