বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জার ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা ভিসা বন্ধ করল আমেরিকা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর আগ্রাসনে বিধ্বস্ত গাজ্জায় বর্তমানে ভয়াবহ মানবিক সংকটে রয়েছে। দখলদার বাহিনীর হামলা প্রতিদিনই বেড়ে চলেছে প্রাণহানি, আহত হচ্ছে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে কিছু ফিলিস্তিনি পরিবারকে আমেরিকায় চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছিল। তবে হঠাৎ করেই সেই প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৬ আগস্ট) এক্সবার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজ্জার ফিলিস্তিনিদের ভিসা প্রদান করা স্থগিত থাকবে।’

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে গাজ্জায় আগ্রাসন চালাচ্ছে দখলদদার ইসরাইলি বাহিনী। সেই আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৬১ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই শিশু, নারী এবং বেসামরিক লোকজন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ