রবিবার | ২৪ আগস্ট | ২০২৫

বিধ্বস্ত গাজ্জার ১০ লাখ নারী-কিশোরী চরম অনাহারে: জাতিসংঘ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত অবরোধ ও বিধ্বংসী হামলার কারণে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় অন্তত ১০ লাখ নারী ও কিশোরী ভয়াবহ অনাহারের মধ্যে পড়েছেন।

শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)। খবর আনাদোলুর।

সংস্থাটি জানিয়েছে, গাজ্জার নারীরা এখন গণঅনাহার, সহিংসতা ও নির্যাতনের শিকার। বেঁচে থাকার তাগিদে তাদের বাধ্য হয়ে বিপজ্জনক সিদ্ধান্ত নিতে হচ্ছে। খাবার ও পানি সংগ্রহের জন্য তারা এমন স্থানে যাচ্ছেন, যেখানে ইসরাইলি হামলা বা গুলিতে নিহত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

ইউএনআরডব্লিউএ অবরুদ্ধ গাজ্জা থেকে অবরোধ তুলে নেওয়া এবং দ্রুত ও ব্যাপক আকারে মানবিক সহায়তা পাঠানোর তাগিদ দিয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজ্জা এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছে মারাত্মক দুর্ভিক্ষ। চলতি বছরের ২ মার্চ থেকে ইসরাইল গাজ্জার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। ফলে সীমান্তে আটকে থাকা হাজারো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না। সীমিত আকারে যে সরবরাহ ঢুকছে, তা লাখো ক্ষুধার্ত মানুষের চাহিদা মেটাতে পর্যাপ্ত নয়।

spot_img

সর্বশেষ

গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের রাষ্ট্র ইসরাইল।শনিবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত...

জনগণের একমাত্র মুখপাত্র জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টি দেশের জনগণের একমাত্র মুখপাত্র বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান (গোলাম মোহাম্মদ) জিএম কাদের।তিনি বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠির...

তালেবানকে বাদ দিয়ে আফগান বিষয় সংলাপের আয়োজন পাকিস্তানে; শেষমেশ স্থগিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কথিত আফগান সংলাপ স্থগিত করা হয়েছে। আয়োজকরা শুক্রবার রাতে জানিয়েছে, এ আয়োজন এখন...

পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।শনিবার...
spot_img

এই বিভাগের

spot_imgspot_img