ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবীর বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষা করা ইমারাতে ইসলামিয়ার দায়িত্ব।
রোববার (১৭ আগস্ট) কাবুলে আফগানিস্তানের ভারতীয় সাবেক রাষ্ট্রদূত ফারিদ মামুন্ডজাই সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুল কবীর বলেন, ইসলামী ব্যবস্থা প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষাকারী। আফগানদের ঐক্য এবং দেশের পুনর্গঠন ইমরাতে ইসলামিয়ার অগ্রাধিক্য।
তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়ার সাধারণ ক্ষমার পর কোনো ব্যক্তিকে অতীত কর্মকাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে না।
সাক্ষাৎকালে ফারিদ মামুন্ডজাই ইসলামী আমিরাতের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আফগানিস্তানে বর্তমান ইতিবাচক পরিবর্তনগুলোকে আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সূত্র: আরটিএ