ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিদ্যুৎ কোম্পানি এবং উজবেকিস্তানের শক্তি মন্ত্রণালয়ের মধ্যে ২৪৩ মিলিয়ন ডলারের মূল্যের চারটি বিদ্যুৎ লেনদেন ও বিতরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরটিএ।
এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে, ৫০০ কিলোভোল্ট ক্ষমতার ২১০ কিলোমিটার লম্বা লাইন স্থাপন। পাশাপাশি আলওয়ান দাশতের এবং আর্ঘন্দি সাবস্টেশনের ক্ষমতা বৃদ্ধি। আর্ঘন্দি সাবস্টেশন থেকে নাঙ্গরহার পর্যন্ত ২২০ কিলোভোল্ট লাইন সম্প্রসারণ এবং সেখানে শেখ মিশরি সাবস্টেশন নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন, আফগানিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক সহকারী মোল্লা আবদুল গনী বারাদার আখুন্দজাদা এবং আফগানিস্তানের জন্য উজবেকিস্তানের বিশেষ দূত আসমত উল্লাহ ইরগাশিফ।