মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

গাজ্জাবাসীকে সরানোর ইসরাইলি পরিকল্পনা গণহত্যা ছাড়া আর কিছু নয়: হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজ্জা শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি পরিকল্পনা এলাকাটির লাখো মানুষের জন্য ‌‌‘গণহত্যা ও উচ্ছেদের নতুন ধাপ’ ছাড়া আর কিছু নয়। দক্ষিণ গাজ্জায় তাঁবু ও অন্যান্য আশ্রয়সামগ্রী বসানোর ইসরাইলি উদ্যোগ আসলে ‘প্রকাশ্য প্রতারণা’।

রবিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে আরব নিউজ।

বিবৃতিতে হামাস বলেন, মানবিক উদ্যোগের ছদ্মবেশে এই পরিকল্পনা বাস্তবে একটি নৃশংস অপরাধ আড়াল করার কৌশল, যা দখলদার বাহিনী কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইলের টানা সামরিক অভিযানে এ পর্যন্ত গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সৃষ্ট হয়েছে তীব্র খাদ্য সংকট, অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পুরো গাজ্জাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img