বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার ব্রিটিশ সামরিক বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে তুরস্কের তৈরি অস্ত্র

তুরস্কের অস্ত্র নির্মাতা কোম্পানি “ক্যানিক” তার ৩০ মিলিমিটারের মাঝারি আকারের স্বয়ংক্রিয় কামানের মাধ্যমে ব্রিটিশ সামরিক বাহিনীতে ভূমিকা রাখতে চলেছে বলে জানিয়েছে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা উটকু আরাল।

গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত “আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম” প্রদর্শনী অনুষ্ঠানে এ বিষয়টি জানান তিনি।

প্রদর্শনীতে দেখা যায়, তুরস্কের “ক্যানিক” কোম্পানির তৈরি ৩০ মিলিমিটারের মাঝারি আকারের স্বয়ংক্রিয় কামানটি তুর্কি হিপ্পো কোম্পানির তৈরি মনুষ্যবিহীন গাড়িতে প্রতিস্থাপন করা হয়েছে। হিপ্পো কোম্পানি মুলত মানববিহীন স্থল যান তৈরি করে থাকে।

উটকু আরাল জানিয়েছেন, ব্রিটিশ বিশেষ বাহিনীর দ্বারা এ সমস্ত অস্ত্র ও সরঞ্জাম সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, ব্রিটিশ স্পেশাল ফোর্সের দ্বারা এটি পরীক্ষা করা হয়েছে যেখানে তা অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এই ব্যবস্থাটিকে কিভাবে তাদের বর্ণনামূলক তালিকাতে যোগ করা যায় সে বিষয়ে তারা আলোচনা করছে। যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই অস্ত্র ও সরঞ্জাম গুলো মিত্র ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিক্রয় করা হবে।

আরাল বলেন, “অতীতে ইউরোপীয় দেশগুলোর কাছে অস্ত্র বিক্রয় একটি স্বপ্ন ছিল যা এখন বাস্তবে পরিণত হয়েছে। সক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা বর্তমানে বিশ্বের অন্যতম একটি কোম্পানিতে পরিণত হয়েছি যা তার উৎপাদিত পণ্যের ৯৫ শতাংশ রপ্তানি করে থাকে।”

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য ছিল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রয় করা। ইতিমধ্যে আমরা এই লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জন করেছি। আশা করি কয়েক বছরের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব।”

সূত্র টাইম তুর্ক ও টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ