কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল-সানির সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার দোহায় কাতারের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়সহ পারস্পরিক স্বার্থের যৌথ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ কাতারের ওপর সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানান এবং হতাহততদের জন্য দোয়া করেন। এসময় তিনি বলেন, “এই কঠিন সময়ে আফগান জনগণ ও ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে।”
অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “আফগানিস্তান আর কোনোদিন এক শক্তিকে খুশি করার জন্য অন্য শক্তির বিপক্ষে দাঁড়াবে না।”
সূত্র : হুরিয়াত রেডিও