বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

কারাগারে সাবেক মেয়র আতিকুল

মোহাম্মদপুর থানায় শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আরও দু’টি মামলা আছে। সেই দুই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে আজ সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আতিকুলের শুনানিতে বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে নানা আর্থিক কেলেঙ্কার, ভূমি দখলের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

আসামিপক্ষের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img