যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি এসব হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেছেন, চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক। তিনি বলেন, গাজা শাসনের ইচ্ছা ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। কাতার চেষ্টা করছে তাদের অস্ত্রত্যাগে রাজি করাতে।
ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস।
ইরান বলেছে, ইসরাইল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেল আবিব।
দখলদার ইসরাইলি বাহিনীন হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘও। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং আমেরিকার মধ্যস্থতার প্রশংসা করেছেন।









