শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

তারেক রহমান আসলেন, দেখলেন এবং জয় করলেন: সালাহউদ্দিন

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়। তার দেশে ফেরাকে এভাবেই বর্ণনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা- জনগণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির এই নেতা এসব লেখেন।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করে সালাহউদ্দিন লেখেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য’-তারেক রহমান।

পোস্টের শেষে তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন লেখেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

মূলত, কালজয়ী রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ‘এলাম, দেখলাম, জয় করলাম’ শব্দত্রয়ী দুই হাজার বছর পরও নানা অভিধায় নানা রূপকে নানা বিশ্লেষণে ব্যবহৃত হয়ে আসছে। এবার তারেক রহমানকে উদ্দেশ্য করে এ তিন শব্দের ব্যবহার করলেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে গুলশানের বাসায় ফেরেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ