শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

পাকিস্তান সফরে আমিরাতের প্রেসিডেন্ট

চলতি বছর দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে প্রেসিডেন্ট আল নাহিয়ানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন, দেশটির প্রতিরক্ষা ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

চলতি বছর আরব আমিরাতের প্রেসিডেন্টের দ্বিতীয় পাকিস্তান সফর। গত জানুয়ারিতে রহিম ইয়ার খানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেছিলেন। তবে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, আল নাহিয়ানের জানুয়ারির ওই সফর ছিল অআনুষ্ঠানিক এবং শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম সরকারি সফর।

ডব্লিউএএম জানিয়েছে, আমিরাতি প্রেসিডেন্টের বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত ও সম্মান জানায় পাকিস্তানের সামরিক বিমানের একটি দল এবং পাহারা দিয়ে নূর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায়।

এতে আরও বলা হয়, আমিরাতের প্রেসিডেন্টের জন্য নূর খান বিমান ঘাঁটিতে একটি আনুষ্ঠানিক সংবর্ধনারও আয়োজন করা হয়েছিল। যেখানে তাকে গার্ড অব অনার প্রদান এবং ২১টি তোপোধ্বনিতে সালাম জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট আল নাহিয়ান এই সফরে প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদারে বিস্তারিত পরিসরে আলোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোতে মতামত বিনিময় করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমিরাতের প্রেসিডেন্টের এই সফর উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

এদিকে আমিরাতের প্রেসিডেন্টের সফর উপলক্ষে ইসলামাবাদে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ