গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে অপহরণের পর লাগাতার তিন দিন ধরে ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ধর্ষণের শিকার ওই মাদরাসা ছাত্রীর কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন নেটিজেনরা। জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স ১৩ বছর। গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা-বাবা গার্মেন্টসে চাকরির সুবাদে থাকেন গাজীপুরের মৌচাকে ভাড়া বাসায়।
দুই মাস আগে এই ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় লোকনাথের ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে কৌশলে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপুর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে পাশবিক নির্যাতন করে।
জানা যায়, এ ঘটনায় প্রথমে জিডি করলেও অভিযুক্তদের হুমকির কারণে মামলার সাহস পায় না ভুক্তভোগীর পরিবার। দুই মাস পরে স্থানীয় আলেমদের সহযোগিতায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে অভিযুক্তদের মধ্যে জয় কুমার দাস ও লোকনাথকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার অন্য আসামীরা এখনও পলাতক।