শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে অবিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, অন্তবর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল, সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করেছে। আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

তিনি আরও বলেন, আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন তাদের সবাইকে, বিশেষ করে আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img