বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

ইসরাইলে যাচ্ছে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার পর ওই অবৈধ দেশটিতে সফরে যাচ্ছে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদেল লতিফ আল-জায়ানি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আগামী বুধবার (১৮ নভেম্বর) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফরে যাবেন।

বাহরাইনের সংবাদমাধ্যম বিএনএর বরাত দিয়ে এএফপি বলছে, এই সফরের মধ্য দিয়ে ইসরাইল ও বাহরাইনের মধ্যে সম্পর্ক জোরদারের দিকে এগোবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা ও দ্বিপক্ষীয় চুক্তির বিষয়গুলোই সফরের মূল আলোচনার লক্ষ্য হতে পারে।

বাহরাইন এবং এর উপসাগরীয় প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আমেরিকার মধ্যস্থতায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষর করে। গত ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এই চুক্তি সই হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img