সদ্য সিরিয়া বিজয়ী সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামকে (এইচটিএস) রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক টেলিগ্রাম পোস্টে মস্কোর প্রতি এই আহ্বান জানান তিনি।
টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, “সিরিয়াতে ইতিবাচক প্রক্রিয়া শুরু করার জন্য এইচটিএস ও তার প্রতিনিধিদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া জরুরি।”
তিনি আরো বলেন, “সিরিয়ার জনগণকে সাহায্য ও যেকোনো ধরনের আগ্রাসন থেকে সর্বদা রক্ষা করতে চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাই সিরিয়াতে রাশিয়ার উপস্থিতি দেশটির জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনবে।”
কাদিরভ বলেন, এই মুহূর্তে রাশিয়ার উচিত সিরিয়ার মানবিক ও স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধানের জন্য এইচটিএসের সাথে যোগাযোগ করা।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে সেখানকার অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন জানায় রাশিয়া। এরপর ২০১৫ সালে সিরিয়াতে সরাসরি সামরিক বাহিনী পাঠায় মস্কো। তবে গত ৮ ডিসেম্বর, দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্যে দিয়ে ভোল পাল্টাতে শুরু করেছে রাশিয়া।
সূত্র: মস্কো টাইমস











