বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

গোলান মালভূমিতে আরো বেশি বসতি স্থাপনের নির্দেশ নেতানিয়াহুর

দখলকৃত গোলান মালভূমিতে আরও বেশি বসতি স্থাপন করতে চায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার (১৫ ডিসেম্বর) এই সংক্রান্ত একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

নেতানিয়াহু দাবি করেছেন, সিরিয়ার সাবেক অত্যাচারী শাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়া-ইসরাইল সীমান্তে একটি ‘নতুন ফ্রন্ট’ খোলা হয়েছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমরা বাস্তবতার নিরিখে সিরিয়ার বিষয়ে ইসরাইলের নীতি নির্ধারণ করব।”

প্রসঙ্গত, ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর গোলান মালভূমির একটি বড় অংশ দখলে নেয় ইসরাইল। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এটিকে ইসরাইলের অবৈধ দখল হিসেবে ঘোষণা করা হয়েছে। গোলান মালভূমিতে এই মুহূর্তে ৩০ টিরও বেশি বসতি রয়েছে ইসরাইলের। সেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।

উল্লেখ্য, আসাদের পতনের পরপরই গোলান মালভূমি পেরিয়ে বাফার জোনে (নিরপেক্ষ অবস্থান) প্রবেশ করতে দেখা গিয়েছে ইসরাইলি বাহিনীকে। সেখানের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে নিজেদের দখলে নিয়েছে সন্ত্রাসী রাষ্ট্রটি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img