আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদার জনসাধারণের মধ্যে ইসলামি ব্যবস্থা এবং আফগানিস্তানের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে আলেমদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার কাবুলের জামিয়া ফাতহ আল-উলূমে পাগড়ি পরানোর এক অনুষ্ঠানে তিনি আলেমদের খুতবা ও জনসম্মুখে বক্তব্যে আরও নরম সুর অবলম্বনের অনুরোধ জানান।
মোল্লা বরাদার বলেন, ধর্মীয় দায়িত্ব শেখানোর পাশাপাশি আলেমদের উচিত ইসলামি ব্যবস্থা এবং জাতীয় ঐক্য রক্ষার বিষয়ে মানুষের মধ্যে দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করা।
তিনি মাদরাসাগুলোকে মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা, নৈতিক প্রশিক্ষণ, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং ইসলামি আন্দোলনের পবিত্র ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
বরাদার বলেন, আফগানিস্তানে ধর্মীয় শিক্ষা এবং পবিত্র জিহাদের ধারণা মাদরাসা থেকেই উৎসারিত হয়েছে, যা গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তা কার্যক্রম ও প্রতিরোধে রূপ নিয়েছে।
বরাদার আরও বলেন, সমাজের বুদ্ধিবৃত্তিক সংস্কার, তিনি যাকে অইসলামি সাংস্কৃতিক প্রভাব হিসেবে উল্লেখ করেছেন তা দূর করা, এবং ইসলামি ঐতিহ্য সংরক্ষণে মাদরাসার ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতেই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের মূল লক্ষ্য ও মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
সূত্র : আরিয়ানা নিউজ










