বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

মুসলিম নারী চিকিৎসকের হিজাব টেনে খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী!

ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির ছায়ায় মুসলমানদের ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদা বারবার আঘাতের মুখে পড়ছে। এবার পাটনায় সরকারি এক অনুষ্ঠানে জনসমক্ষে এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব টেনে খুলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঘটনাটি মুসলিম নারীর ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের ওপর প্রকাশ্য হস্তক্ষেপ হিসেবেই দেখছেন অনেকেই।

ঘটনাটি ঘটে সোমবার, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত একটি কর্মসূচিতে। বিহারজুড়ে ১ হাজার ২৮৩ জন আয়ুষ চিকিৎসককে নিয়োগপত্র বিতরণের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়। তালিকায় ছিলেন আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং ইউনানি চিকিৎসা পদ্ধতির চিকিৎসকেরা।

সরকারি তথ্য অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আয়ুষ মেডিকেল সার্ভিসেস এবং ন্যাশনাল হেলথ মিশনের আওতায় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পদায়ন করা হবে। তারা সেখানে বহির্বিভাগে (আউটপেশেন্ট) চিকিৎসাসেবা দেবেন এবং ন্যাশনাল চাইল্ড হেলথ প্রোগ্রামের মতো কর্মসূচিতে সহায়তা করবেন।

অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থী নুসরাত পারভীন নিয়োগপত্র গ্রহণ করতে মঞ্চে ওঠেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নীতীশ কুমার পারভীনের মাথার স্কার্ফের দিকে ইশারা করে সেটি নিয়ে তাকে প্রশ্ন করেন। তিনি সঙ্গে সঙ্গে কোনো জবাব না দিলে, মুখ্যমন্ত্রী নিজেই হাত বাড়িয়ে হিজাব সরিয়ে দেন।

এর পরের মুহূর্তগুলোতে ওই নারীকে দৃশ্যত অস্বস্তিতে দেখা যায়। একই সময় পেছনে থাকা কয়েকজন উপস্থিত ব্যক্তিকে হাসির প্রতিক্রিয়া দেখাতেও দেখা গেছে।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুসলিম সম্প্রদায়, বিরোধী দলগুলো এবং সিভিল সোসাইটির বিভিন্ন কণ্ঠ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। বিশ্লেষকরা মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং একে ব্যক্তিগত ও ধর্মীয় মর্যাদার লঙ্ঘন বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য, মুসলিম নারীর হিজাব নিয়ে এমন আচরণ হিন্দুত্ববাদী মানসিকতারই প্রকাশ, যেখানে মুসলমানের ধর্মীয় পরিচয়কে জনসমক্ষে তুচ্ছ করা হয় এবং ব্যক্তিস্বাধীনতাকে উপেক্ষা করা হয়।

কংগ্রেস দল ঘটনাটির কঠোর সমালোচনা করে একে অনুচিত ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটি অভিযোগ করেছে, সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির জন্য এমন আচরণ শোভন নয় এবং তারা নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে। দলটির ভাষ্য, বিশেষ করে রাজ্য সরকারের প্রধানের মাধ্যমে এমন ঘটনা জনপরিসরে নারী ও সংখ্যালঘুদের প্রতি সম্মানবোধ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং অন্যান্য বিরোধী দলের নেতারাও ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, সরকারি অনুষ্ঠানে একজন নারীর পোশাকে হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ও নৈতিক সীমারেখা অতিক্রম করেছেন।

সূত্র : মুসলিম মিরর

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img