মঙ্গলবার, মে ৬, ২০২৫

উইঘুর ইস্যুতে চীনা সরকারের পাশে দাঁড়ালো আমিরাতি প্রতিনিধি দল!

spot_imgspot_img

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ‘বিশ্ব মুসলিম কমিউনিটি’র একটি প্রতিনিধি দল চীনের শিনজিয়াং প্রদেশে সফর করেছিলেন। সফর শেষে প্রতিনিধি দলটির প্রধান আলি রশিদ আল নুয়াইমির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতি বিদেশে অবস্থান করা উইঘুরদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

বিবৃতিতে আল নুয়াইমি চীনের জাতীয় স্বার্থ, জনগণকে রক্ষা করা, শিনজিয়াংয়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলে
চীনা কর্তৃপক্ষের প্রশংসা করেছেন।

এছাড়াও তিনি বলেন, ”এখানে আমরা সব মুসলিমদের চাইনিজ হিসেবে দেখি। তাদের চীনা নাগরিক হওয়ার জন্য গর্ব করা উচিত।”

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম সংগঠনগুলো তার বিবৃতির কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, “প্রতিনিধি দলটি উইঘুরদের দুর্দশার প্রতি অন্ধ দৃষ্টি দিয়েছে।”

এছাড়াও ‘বিশ্ব মুসলিম কমিউনিটি’র দেওয়া বিবৃতির নিন্দা জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের সহযোগী পরিচালক মায়া ওয়াং।

তিনি বলেছেন, “চীন সরকার তার অপকর্মকে গোপন করার জন্য মুসলিম সরকার ও ইসলামী স্কলারদের ব্যবহার করেছে।”

উল্লেখ্য; গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সার্বিয়া, দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়া সহ মোট ১৪ টি দেশের ৩০ জনেরও বেশি ইসলামী প্রতিনিধি দলটি উরুমকি, তুর্পান, আলতায়ে ও কাশগড় পরিদর্শন করে।

সূত্র: মুসলিম মিরর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img