শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ইমরান খানের আল-কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে ১৯০ মিলিয়ন পাউন্ড আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের এমন রায়ের পরপরই খানের প্রতিষ্ঠিত আল-কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

শুক্রবার (১৭ জানুয়ারি) মামলার রায় ঘোষণার পর ইমরান খানের প্রতিষ্ঠিত আল-কাদির ভার্সিটি ‘এখন আমার নিয়ন্ত্রণে’ বলে ঘোষণা দেন মরিয়ম।

মরিয়ম ওকারা বিশ্ববিদ্যালয়ে হোনহার স্কলারশিপ প্রোগ্রামের এক অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, ‘আদালত ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলার রায়ের পরে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সরকারের কাছে হস্তান্তর করেছে।’

অন্যদিকে একটি জবাবদিহিতা আদালত পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা খানকে ১৪ বছরের সাজা এবং তার স্ত্রীকে মোটা অংকের জরিমানার পাশাপাশি সাত বছরের সাজা দিয়েছে।

রায় ঘোষণার পর বিচারক, কর্তৃপক্ষকে আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটির হেফাজত সিএম মরিয়মের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ফেডারেল সরকারের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন।

আল-কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা ভার্সিটিতে ধর্মীয় এবং প্রচলিত শিক্ষা পাবেন এবং আমি তাদের বৃত্তি এবং ল্যাপটপ প্রদান করব।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img