গত ৭ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের বিষয়ে লন্ডনের দুটি মসজিদে একটি করে চিঠি প্রেরণ করা হয়েছে। এ চিঠির শিরোনামে প্রেরক লিখেছেন, “হৃদয়ের দুঃখ..যে আরও বেশি মুসলমান মারা যায়নি।”
ইসলামের ধর্মে বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্য করে এই ইসলামোফোবিয়া সৃষ্টি করা চিঠিতে আরো লেখা ছিল, “ধ্বংসস্তূপ থেকে মানুষকে টেনে আনা দেখে আমি হাসি থামাতে পারিনি। ন্যূনতম ২ মিলিয়ন মানুষ মারা যাওয়া উচিত ছিল। দুঃখজনকভাবে কিছু এখনও জীবিত”
এর মধ্যে ‘রমজান’ নামের মসজিদটির চেয়ারম্যান এরকিন গুনি ইভিনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই ব্যাক্তির জন্য আমি দোয়া করছি যাতে কিছু ভালবাসা পাওয়া যায়। আমি সত্যিই বিপর্যস্ত যে ২০২৩ সালেও মানবজাতির প্রতি আমাদের এত ঘৃণা রয়েছে।”
সূত্র: মিডল ইস্ট মনিটর