রবিবার, মে ১৮, ২০২৫

মানুষের দু’বেলা খাবারের ব্যবস্থা নেই : মেনন

spot_imgspot_img

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ওয়ার্কাস পার্টি দেশের গরীবদের পক্ষে কথা বলে। আজ দেশের মানুষ তিন বেলা তো দূরের কথা, দুইবেলাও ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারছে না। মাছ, মাংস ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে। এমনকি যে আটা দিয়ে রুটি বানিয়ে খাবে, সেই আটারও দাম বেড়ে গেছে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সারাদেশের মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবি তুলতে হবে। গরিব ও মধ্যবিত্ত মানুষের খাবার নিশ্চিত করতে হবে। আজ সময় এসেছে, নিজেদের দাবি নিজেদেরই পূরণ করতে হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হৃাসের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধ ও দুর্নীতি বন্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি সিকান্দর আলী। সমাবেশে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img