আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগই যথেষ্ট, তেমনি বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি যথেষ্ট বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিবের কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে কাউকে দরকার হয় না। এ জন্য আওয়ামী লীগই যথেষ্ট, তেমনি বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপিই যথেষ্ট। মারামারি ছাড়া বিএনপি সমাবেশ করতে পারেন না। সমাবেশ করলেও চেয়ার ভাঙচুর করে তারা।
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দেবেন জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শে ছিলাম, আছি থাকব। বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে কখনো যাইনি, যাব না। যে দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়ে সেই দেশ কারও হাতে ছেড়ে দিতে পারি না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করছি, বঙ্গবন্ধুর মতো মানুষের সামনে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র টাঙ্গাইলেই ঘোষণা দিয়ে অস্ত্র জমা দিয়েছি। সেক্ষেত্রে টাঙ্গাইলের বিন্দুবাসিনী মাঠে অবশ্যই স্মৃতি রাখা দরকার। তাহলে কী মনে করব এখন যারা আওয়ামী লীগ করে তারা কী বঙ্গবন্ধুকে পছন্দ করেন না।