রবিবার, মে ১৮, ২০২৫

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার নস্যাৎ করা যাবে না : দুলু

spot_imgspot_img

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্যাডার ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার নস্যাৎ করা যাবে না। জেল দিয়ে মানুষের কণ্ঠস্বর রোধ করা যাবে না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়ের পদযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা সাগরপাড়া বটতলা থেকে শুরু হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ দলের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img