রবিবার, মে ১৮, ২০২৫

রাজধানীতে বিক্ষোভ করতে ডিএমপির অনুমতি চেয়ে আবেদন করল জামায়াত

spot_imgspot_img

আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদনপত্রটি মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইল করা হয়।

আবেদনে বলা হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও দেশের বরেণ্য উলামায়ে কেরামসহ বন্দি সকল নেতাকর্মীর মুক্তি এবং দেশে কেয়ারটেকার সরকারসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে।

বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img