ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধবিররতির আলোচনা স্থগিত করলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে হামাসের দাবিগুলো ‘বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ইসরাইল কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার জন্য আলোচকদের পাঠিয়েছিল। কিন্তু তারা আরও বিস্তৃত আলোচনা করতে পারেনি। কারণ হামাসের দাবিগুলো বিভ্রান্তিকর।
নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের সাথে একটি রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে ‘আন্তর্জাতিক হুকুম’ মেনে নেবে না। তার দাবি, শুধুমাত্র পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর হাতে আটক থাকা শতাধিক ইসরাইলী জিম্মি মুক্তির জন্য মিশর ও কাতারের মধ্যস্থতায় হওয়া আলোচনায় এখনও কোনও ফলাফল আসেনি। গত মঙ্গলবার কায়রোতে এক দফা সিদ্ধান্তহীন আলোচনা শেষ হয়েছে।
নেতানিয়াহু বলেন, হামাসের দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের অবসান এবং হামাসকে আগের মতোই ছেড়ে দেওয়া, ইসরাইলী কারাগার থেকে ‘হাজার হাজার খুনিকে’ মুক্ত করা, এমনকি জেরুজালেমের বিষয়েও তাদের (হামাসের) দাবি রয়েছে।
সূত্র: রয়টার্স











