রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

দখলদার ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এছাড়া অবৈধ রাষ্ট্র ইসরাইলকে জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি।

হিটলারের সাথে ইসরাইলের তুলনা করে তিনি বলেন, হিটলার যেমন ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন; তেমনই এখন ইসরাইল গাজার ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে।

এ ব্যাপারে রোববার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের লুলা বলেছেন, গাজ্জায় যা হচ্ছে সেটি যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ নয়। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর একটি যুদ্ধ।

তিনি বলেন, গাজ্জাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। আসলে, ঘটেছে; যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।

আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। যা হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর তার সবচেয়ে কঠোর ইসরাইল বিরোধী বক্তব্য।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ