যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে গাজ্জায় হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত গাজ্জার উপ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩৫৬ জন শহীদ হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) নিজেদের পৃথক লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
গাজ্জার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক নাগরিক। এছাড়া ইসরাইল এই হামলায় গাজ্জার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ শহীদ হয়েছেন বলে জানা গেছে।
আল-জাজিরা জানায়, গাজ্জায় যুদ্ধবিরতি ভেঙ্গে উপত্যাকাটি জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৫৬ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজ্জায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়।